Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হতে পারবে না যুদ্ধাপরাধীরা’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ নভেম্বর ২০১৭

আপডেট: ১৮:১৩, ১৬ নভেম্বর ২০১৭

প্রিন্ট:

‘বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হতে পারবে না যুদ্ধাপরাধীরা’

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধীরা বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি বা আয়োজক হতে পারবে না। আগের বছরগুলোতে স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময়

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `স্মৃতিসৌধ গমণের পথে এবং সারা দেশে কোনো ওভারহেড তোরন নির্মাণ করা যাবে না। এছাড়া চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি বা আয়োজক হতে দেয়া যাবে না। গত বছরগুলোতে স্বাধীনতা বিরোধীদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করতে দেখা গিয়েছিল, তাই এ বছর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।`

এ সময় তিনি রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে বলেন, `আমাদের কাছে কিছু ফুটেজ আছে, সেগুলো দেখে আমরা যাদের শনাক্ত করতে পারছি, তাদেরকেই আটক করা হচ্ছে। তবে নিরীহ কেউ যেন আটক না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।`

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer