Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বন্দি ১৩৯ জনের বিচার শেষ করার নির্দেশ হাইকোর্ট

প্রকাশিত: ১৩:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বন্দি ১৩৯ জনের বিচার শেষ করার নির্দেশ হাইকোর্ট

ফাইল ছবি

ঢাকা : কারাগারে ৭ বছরের বেশি সময় ধরে আটক থাকাদের বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সারা দেশের বিভিন্ন কারাগারে ১৩৯ জন আটক রয়েছেন। এই আটকদের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে ৭ বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামি একটি তালিকা আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer