Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বইমেলায় এস এম মুকুল-এর আত্মোন্নয়নমুলক দুটি বই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৫, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বইমেলায় এস এম মুকুল-এর আত্মোন্নয়নমুলক দুটি বই

ক্যারিয়ারের শুরুটা একটি শিশুর প্রথম প্রথম হাঁটার মতই। শিশু যখন হাঁটতে শেখে, তখন সে অনেক টালমাটাল করে শুরুতে। ক্যারিয়ার গড়ার শুরু থেকেই হাজারো ব্যাপার আকর্ষণ করবে আপনাকে। খেয়াল রাখা উচিত - আপনি যে বিষয়ে বা যে পথে নিজের ক্যারিয়ার গড়তে চাচ্ছেন সেটা যাতে আপনার সামর্থ্যের মধ্যে হয়। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে চিন্তা করুন যে আপনার জীবনে আসলে কোন বিষয়টি।

কোন ব্যাপারটি কিংবা কোন জিনিসটির অভাব রয়েছে। বাঁধা পেলে পিছিয়ে যাবেন না। নিজের বুদ্ধি বিবেকের শক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিন। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। ক্যারিয়ারও তেমনি। ভাগ্যের ওপর সব ছেড়ে দিলে চলে না, চারপাশকে দোষ দেয়ার আগে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। এমনিভাবে লেখক ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’ বইটি নানান বিশ্লেষণধর্মী তথ্য আলোচনার অলঙ্করনে সাজানোর চেষ্টা করেছেন।

অমর একুশে বইমেলায় ২০১৮ তিনি পাঠকের সামনে নিয়ে এসেছেন- মুটিভেশনাল বা আত্মোন্নয়নমূলক বই ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’। বইটিতে নিবিষ্ট পাঠক খুব সহজ করেই পড়বেন- যেমনটি লেখক বলেছেন, ‘জীবনটা অর্থহীন নয় বরং উদ্দেশ্যপূর্ণ আপনার জীবনেও আছে সফলতা সমূহ সম্ভাবনা। ‘আমি সফল হব’- এমন মনোবাসনাই আপনার সফলতার স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। জীবনে স্বপ্ন দেখাটা জরুরি। মার্কনি স্বপ্ন দেখতেন, স্রষ্টার শক্তিকে জয় করে কাজে লাগাবেন। তিনি যে ভুল স্বপ্ন দেখেননি তার প্রমাণ বেতার ও টেলিভিশন আবিস্কার।

আবার লেখক তাঁর অপর মোটিভেশনাল বই ‘সফল হওয়ার সহজ উপায়’তে উল্লেখ করেছেন- মানুষ ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে যে নেতিবাচক কষ্টদায়ক চিন্তা করে তা ৯০ ভাগ চিন্তা অর্থহীন। অথচ এই সব নেতিবাচক চিন্তা করেই সে নিজেকে কষ্ট দেয় এবং জীবনকে নষ্ট করে। মানুষ কোনো একটি ঘটনাকে নেতিবাচকভাবে চিন্তা করতে করতে পাহাড় সমান কষ্ট তৈরি করে ফেলে। ডেল কার্নেগীর অমীয় বাণী- ‘সাফল্যের গোপন কথা হচ্ছে, অন্যের মত বুঝতে পারার ক্ষমতা এবং নিজের দৃষ্টিভঙ্গীর সাথে মিলিয়ে ঘটনার বিচার করা’। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সেরা ভাবে সব কিছুকে দেখবে এবং সুন্দর আচরণ করবে সেটাই স্বাভাবিক। দৃষ্টিভঙ্গি হলো- ভালো মানুষ সবাইকে ভালো দেখে তেমনি খারাপ মানুষ সবাইকে খারাপ দেখে।

আপনার দৃষ্টিভঙ্গি যেমন আপনি তেমনিভাবে নিজেকে এবং চারপাশকে মূল্যায়ন করবেন এটাই খুব স্বাভাবিক। ভেবে দেখুন জীবনে যদি সব সময় সব পরিস্থিতি আপনার অনুকূলে থাকতো তাহলে কি কোনদিনও আপনি প্রাপ্তির আনন্দ কি হয় সেটা বুঝতে পারতেন? আপনি যতবার হারবেন আপনার জেতার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আর সাথে ফ্রি হিসেবে পাবেন জীবন যুদ্ধে টিকে থাকার কৌশল। পৃথিবীর সবকিছুই অনিশ্চিত। কিছু পেতে হলে কিছু না কিছু ত্যাগ করতে হয়।

বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন কর্মীদের মাসিক বেতন দিবেন কীভাবে! কারণ- ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা। জুয়া খেলার সময় কখনই নিশ্চিত হতে পারেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকশানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। কিন্তু যদি আপনার চলার পথে উৎসাহ এবং সাহস ধরে রাখতে পারেন তাহলে আপনি সফল হবেনই। কোন কিছুই আপনাকে আটকাতে পারবে না।

ক্যারিয়ারের সফলতার নানা-নির্দেশনার বিশ্লেষণ উপস্থাপন করেছেন লেখক-কলামিস্ট ও বিশ্লেষক এস এম মুকুল তাঁর মোটিভেশনাল দুটি বই- ‘সফল হওয়ার সহজ উপায়’ এবং ‘ক্যারিয়ারে সফলতার দিকনির্দেশনা’তে। বই দুটির মূল্য রাখা হয়েছে প্রতিটি ২৪০ টাকা। প্রচ্ছদ করেছেন- আদিত্য অন্তর। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ। বইমেলায় ইত্যাদি গ্রন্থপ্রকাশের প্যাভেলিয়ন-২ এ বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারি ডটকম-এর মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন।

লেখক এস এম মুকুল সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশুনা করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন লেখালেখির সৃজনী জগতকে। তিনি দীর্ঘ সময় শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক পত্রিকা শিক্ষাবিচিত্রা’য় সহকারি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সায়েন্স ওয়ার্ল্ড-এর সহযোগি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আপাদমস্তক একজন লেখক, বিশ্লেষক ও উন্নয়ন গবেষক। বাংলাদেশের শিল্প, সম্পদ-সম্ভাবনা ও সমৃদ্ধি বিষয়ে তিনি পজিটিভ বাংলাদেশ নিয়ে দৈনিক জনকন্ঠের অর্থনীতি ও দৈনিক যায়ায়দিনের কৃষি ও সম্ভাবনা পাতায় নিয়মিত লিখছেন। তিনি উপসম্পাদকীয়তে লিখছেন- দৈনিক প্রতিদিনের সংবাদ, বণিকবার্তা, আজকালের খবর, সংবাদ, খোলাকাগজ, যুগান্তর, আলোকিত বাংলাদেশ, বর্তমান, মানবকন্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন এবং ডেসটিনিসহ বিভিন্ন পত্রিকায়। লেখক এস এম মুকুল বহুমাত্রিক ডটকম এর ফিচার এডিটর এবং এগ্রিলাইফ টুয়েন্টিফোর ডটকম এর এডিটোরিয়াল কন্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer