Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ফৌজদারী মামলার তথ্য এখন অনলাইনে দিতে হবে: সুপ্রিমকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১২ জুলাই ২০১৭

আপডেট: ১৬:২২, ১২ জুলাই ২০১৭

প্রিন্ট:

ফৌজদারী মামলার তথ্য এখন অনলাইনে দিতে হবে: সুপ্রিমকোর্ট

ঢাকা : অধস্তন ফৌজদারী আদালতসূহের বিভিন্ন প্রকারের ফৌজদারী মামলার পরিসংখ্যান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার তথ্য এখন থেকে অনলাইনে দিতে হবে।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সুপ্রিমকোর্টের এক স্মারকে এ কথা বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

স্মারকে বলা হয়, অধস্তন ফৌজদারী আদালতগুলোর কার্যকর নিয়ন্ত্রন তত্ত্বাবধানের জন্য ২০১৬ সালের বিভিন্ন প্রকারের ফৌজদারী মামলার পরিসংখ্যান ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার বিষয়ে তথ্য পাওয়া আবশ্যক।

এ উদ্দেশ্যে একটি অনলাইন সফটওয়্যার তৈরি করা হয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে এসব তথ্য অনলাইনে পাঠাতে নিম্ন আদালতের বিচারকদের অনুরোধ জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer