Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার উন্নতি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ৯ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার উন্নতি

ঢাকা : মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর বুধবার দুপুরে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অর্থোপেডিক বিভাগে চিকিৎসা চলাকালে তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। তার চিকিৎসায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার পায়ের গোড়ালির অস্ত্রোপচার করা হয়।

ল্যাব এইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট) সাইফুর রহমান লেলিন জানান, ভর্তি করার পর তার শারীরিক অবস্থা যে পর্যায়ে ছিল এখন সে তুলনায় অনেক উন্নতি হয়েছে। হাসপাতালের সিসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ল্যাব এইডে সিসিইউতে ফেরদৌসী প্রিয়ভাষিণী

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer