Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা ওআইসি’র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ১৪ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা ওআইসি’র

ঢাকা : পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করেছে ইসলামী দেশগুলোর সহযোগী সংস্থা ওআইসি।

বুধবার এ ঘোষণার পর মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ তাদের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থণ করার আহবান জানিয়েছেন।

এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এর প্রতিবাদে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসির এক বৈঠক এ ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে সমালোচনা করা হয় ট্রাম্পের ঘোষণার।

অন্যদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির জেরে টানা সপ্তম দিনের মতো পশ্চিম তীর, জেরুজালেম ও গাজায় বিক্ষোভ চলছে। মঙ্গলবার রামাল্লায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি।

এক পর্যায়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের ধাওয়া দিলে, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশের গুলি ও টিয়ারশেলের আঘাতে আহত হন অনেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer