Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

‘পুরুষদের দীর্ঘায়ু না হলেও চলবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পুরুষদের দীর্ঘায়ু না হলেও চলবে’

ঢাকা : নিজের বই ‘মিসেস ফানি বোনস্’ এবং মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট ট্যুইটারের পর থেকেই বলিউডি অভিনেত্রী ট্যুইঙ্কল খান্নাকে নিয়ে রীতিমতো চর্চার আসর বসত বলি-পাড়া থেকে আমজনতার মধ্যে৷

এবার আরও একবার তাঁর এক ট্যুইটে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে জনগণের মধ্যে৷ তিনি জানিয়েছেন, পুরুষদের দীর্ঘায়ু করার জন্য, করওয়া চৌথ করার কোনো মানেই হয় না৷

বুধবার তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে এমন মন্তব্যই করে বসলেন এই বলি-অভিনেত্রী৷ তাঁর মতে, ৪০ আসতে না আসতেই পুরুষরা আজকাল দ্বিতীয় বিয়ে করার তোড়জোড় শুরু করে দেয়৷ এমন ঘটনা যেখানে ঘটে, সেখানে তাদের দীর্ঘ আয়ুর কামনা করার কোনও মানেই তিনি খুঁজে পান না৷

তাঁর এই মন্তব্য নিয়ে যে আবারও বেশ কিছুদিন তর্ক-বিতর্ক চলবে, তা তো বোঝাই যাচ্ছে৷

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer