Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

পাকিস্তানের আদালতে বোমা হামলা, তিন জঙ্গিসহ নিহত অনেকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পাকিস্তানের আদালতে বোমা হামলা, তিন জঙ্গিসহ নিহত অনেকে

ঢাকা : ধারাবাহিক বোমা হামলায় মঙ্গলবার কেঁপে উঠল পাকিস্তানের একটি আদালত। গণমাধ্যমগুলো জানাচ্ছে, হামলায় অংশ নেওয়া জঙ্গিদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এদের একজন আত্মঘাতী হয়েছেন। বাকী দুইজন নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বরছে, মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খাইবার পাখতুনখোয়ার চারসাড্ডা জেলার একটি স্থানীয় আদালতে কমপক্ষে তিন হামলাকারী প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়।

তখন হামলাকারীরা গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি ছুড়তে শুরু করে। প্রাদেশিক সরকার জানিয়েছে, হামলাকারীদের গুলিতে এক আইনজীবীসহ ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ডন-এর খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতেই ওই তিন হামলাকারী নিহত হয়। তারা জানায়, প্রধান ফটকের সামনেই এক হামলাকারী নিহত হয়েছেন। দ্বিতীয় হামলাকারী নিহত হয় ফটকে ঢোকার পরপরই। আর তৃতীয় হামলাকারী নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণে নিহত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer