Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘পদ্মাবতী’র মুক্তি ঠেকাতে ভারত বন্ধের ডাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ১৭ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘পদ্মাবতী’র মুক্তি ঠেকাতে ভারত বন্ধের ডাক

ঢাকা : সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি ‘পদ্মাবতী’র মুক্তি ঠেকাতে এবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে।

আগামী ১ ডিসেম্বর ভারতে এ ছবিটি মুক্তি দেওয়া হবে। এদিন যাতে ছবিটি মুক্তি দিতে না পারে, সেজন্য সেদিন ভারত বন্ধের ডাক দিয়েছে রাজপুত সংগঠন করণী সেনা।

এছাড়া ‘পদ্মাবতী’র নায়িকা দিপীকা পাডুকোনের নাক কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, তাকে পঙ্গু করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

পর্দার ‘পদ্মাবতী’কে ‘নাচনেওয়ালি’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন করণী সেনার নেতা লোকেন্দ্র সিং কালভি।

এদিকে, ‘পদ্মাবতী’ নিয়ে ভারত জুড়ে বিক্ষোভ-আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিচালক সঞ্জয় লীলা বনশালী পুলিশি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার।

জানা গেছে, ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে এ অভিযোগ এনে শ্যুটিংয়ের সময় থেকে্ বাধা দিয়ে আসছে করণী সেনা নামের ওই সংগঠনটি। ছবির মুক্তি আটকাতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়। কিন্তু বিষয়টি নিয়ে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিদ্ধান্ত নেবে বলে জানায় উচ্চ আদালত।

বোর্ডের কর্মকর্তা প্রসূন যোশী ছবিটি দেখেছেন বলে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়। কিন্তু বৃহস্পতিবার প্রসূন যোশী বিবৃতি দিয়ে জানান, ছবিটি তিনি দেখেননি। তাই, এ নিয়ে কোনো মন্তব্য তিনি করবেন না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer