Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নড়াইলে আওয়ামী লীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ১৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ১৬:১২, ১৪ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

নড়াইলে আওয়ামী লীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

ফাইল ছবি

খুলনা : নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ওরফে হানু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন। এসময় আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আদালতে রায় ঘোষণার সময় ৯ আসামিই উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইল জেলা সদরের মীরাপাড়ার মৃত মজিদ মিয়ার দুই ছেলে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিয়া ওরফে শহিদ (৫২) ও মো. ইলিয়াছ মিয়া (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা ওরফে আশিক (২২), মোশারফ মিনার ছেলে মো. রাসেল মিনা (৩০), মৃত হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা (৩০), মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৫), আটেরহাট এলাকার মৃত হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৫৩), পইলডাঙ্গা এলাকার মুসা মিয়ার ছেলে মামুন মিনা (২৮) ও মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৪)।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, জেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ও মো. সাহিদুর রহমান মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে মামলাও করা হয়।

এ মামলার জেরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিকালে আসামিরা একত্রিত হয়ে প্রভাষ রায়ের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে প্রভাষ রায় গুরুতর আহত হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন সেইদিন রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রভাষ রায়ের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরো ৫-৭জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer