Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১৬ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

ঢাকা : নেপালে বর্ষা মৌসুমে শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে তারা নিহত হয়েছেন বলে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন আরও ১২ জন।

দেশটির তেরাই অঞ্চলের মোরাং, সানসুরি, সাপতারি, রওতাহাত, সারলাহি, ডাং ও বানকে জেলার মতো নিচু এলাকায় আরও কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, নেপালি সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে।হাইড্রোলজি ও মেটিওরোলজি বিভাগ জানিয়েছে, আজ সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একইসঙ্গে তারা দুর্যোগের সঙ্গে খাপ খাওয়াতে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer