Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নদ-নদী রক্ষায় নৌকাবাইচ আয়োজনের আহ্বান ভূমিমন্ত্রীর

পাবনা সংবাদদাতা

প্রকাশিত: ০১:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নদ-নদী রক্ষায় নৌকাবাইচ আয়োজনের আহ্বান ভূমিমন্ত্রীর

ছবি: পিআইডি

পাবনা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের নদ-নদী-নালা-হাওর-বিল যেভাবে হারিয়ে যাচ্ছে এগুলো রক্ষায় নৌকা বাইচ খেলার আয়োজনের বিকল্প নাই।

রোববার বিকালে পাবনার আটঘরিয়া চিকনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বলেন, একসময় যারা বাংলাদেশের খেলার মানকে অবজ্ঞা অবহেলা করতো এখন তারাই স্বগর্বে বাংলাদেশের নাম উচ্চারণ করছে। নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ খেলায় আগে অনেক কৃতিত্ব বাংলাদেশের অর্জিত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কৃতিত্বের দাবিদার ছিলেন। বঙ্গবন্ধু বিদেশি অতিথিদের আপ্যায়ন করাতেন নৌকা বাইচ উপভোগের মাধ্যমে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের মাটিতে নৌকাবাইচ এর মাধ্যমে কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।

মন্ত্রী আরও বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক বিরূপ প্রতিকূল অবস্থা ডিঙ্গিয়ে জনগণ এসময়ে শান্তিতে বসবাস করছে। মন্ত্রী জাতি, ধম, বণ, কৃষক, শ্রমিক, ছাত্রজনতাসহ সকল পেশার মানুষকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এদেশের কোন মানুষ ক্ষুধার্তৃ বা অনাহারে থাকবে না। কাপড়ের অভাবে কেউ থাকবে না। গৃহহারা কেউ থাকবে না, ঔষধের অভাবে কেউ ধুকে ধুকে মরবে না। তিনি বলেন, এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনা অদম্য গতিতে এগিয়ে চলেছেন।

এসময় আটঘরিয়া ও ঈশ্বরদীর প্রশাসনিক কর্মৃকর্তা, জনপ্রতিনিধি ও স্থাণীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer