Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশের প্রথম নারী বিচারপতির শেষ কর্মদিবস বৃহস্পতিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৫ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশের প্রথম নারী বিচারপতির শেষ কর্মদিবস বৃহস্পতিবার

ঢাকা : সর্বোচ্চ আদালতে দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানার শেষ কর্মদিবস কাল বৃহস্পতিবার।

সুপ্রিমকোর্টের ক্যালেন্ডার অনুযায়ি ৭ জুলাই তার শেষ কর্মদিবস ছিলো। ওইদিন সরকারী সাপ্তাহিক ছুটি হওয়ায় বৃহস্পতিবারই তার শেষ কর্মদিবস।

রীতি অনুযায়ি কাল তাকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে সূত্র জানায়। তিনি হাইকোর্ট ও আপিল বিভাগে দেশের প্রথম নারী বিচারপতি।

১৯৭৫ সালে তিনি বিচার বিভাগে যোগদান করেন। ২০০০ সালে তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়েগ পান। এর দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে তিনি নিয়োগ পান। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগ নিয়োগ পান।

বর্ন্যাঢ্য বিচারিক ক্যারিয়ার বৃহস্পতিবার শেষ হচ্ছে এ বিচারপতির।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer