Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২৭ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ

ছবি-বহুমাত্রিক.কম

দিনাজপুর : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র শিশু শ্রমিক পরিবারের মাঝে রিক্সা বিতরণ করা হয়েছে। হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৪২টি রিক্সা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শ্রমিক পরিবারের সদস্যদের হাতে রিক্সা তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। তারা শিক্ষিক হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে নিজের ও দেশ এবং জাতির কল্যানে কাজ করবে। তাই আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শিশুদের স্কুলে পাঠাতে হবে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি ম্যানেজার লাবলু খান। উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম, ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা প্রজেক্টর প্রজেক্ট অফিসার নিকোলাস ঢালী, হেল্থ প্রজেক্ট অফিসার এন্টিনা দাস, শিশুশ্রম প্রজেক্ট অফিসার শিউলী বেগম, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোহেল আলমান রাকিব, মো. মকসেদুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. আবুল কালাম, এ এম নয়ন, আসমা বেগম, আলহাজ্ব শের আলী, সাংবাদিক মাহবুবুল হক খান, নুর ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার নয়ন দাস, সানুয়ারা খাতুনসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা ও শিশুশ্রম প্রতিরোধ কমিটি ১২টি ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer