Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় ফের উন্মূক্ত ভারতীয় হাই কমিশনের গ্রন্থাগার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৪ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় ফের উন্মূক্ত ভারতীয় হাই কমিশনের গ্রন্থাগার

ছবি : ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সৌজন্যে

ঢাকা : গেল বছরের (২০১৭) ১৫ নভেম্বর ফের সকলের জন্য উন্মূক্ত করা হয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের গ্রন্থাগার।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি নং ২৪, রোড নং ২, ধানমন্ডি, ঢাকা) গড়ে তোলা এই গ্রন্থাগারটিতে ইতিহাস ও সাহিত্য, শিশুসাহিত্য, কল্পকাহিনী এবং বিভিন্ন বিষয়ে সকলের পাঠোপযোগী বইয়ের বিপুল ভাণ্ডার রয়েছে।

ইংরেজি ছাড়াও গ্রন্থাগারে রয়েছে হিন্দি ও বাংলা বইয়ের বিশাল সংগ্রহ। বিশ্বকোষ, অভিধান, পাঠ্যবই ও হ্যান্ডবুকের মত রেফারেন্স বইও পাওয়া যাবে এখানে। মহাত্মা গান্ধী থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মত বিখ্যাত ভারতীয় ব্যক্তি সম্পর্কেও অনেক বই রয়েছে গ্রন্থাগারে। ভারতের বিভিন্ন সাময়িকীর সর্বশেষ সংস্করণও গ্রন্থাগারে পাওয়া যাবে। 

প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রন্থাগার সকলের জন্য উন্মুক্ত থাকবে। তথ্য পেতে : ফোন: +৮৮০-২-৯৬১৫৩০৩, ইমেইল: [email protected], [email protected]

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer