Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঝালকাঠিতে এ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ১১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝালকাঠিতে এ প্লাস ক্যাম্পেইন নিয়ে কর্মশালা

ছবি : বহুমাত্রিক.কম

ঝালকাঠি : জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার সকালে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে কর্মশালা চলে।

কর্মশালায় জানানো হয়েছে, আগামী ১৪ জুলাই ভিটামিন এ ক্যাম্পেইনে সকাল ৯টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। জেলায় মোট ৯৪ হাজার ৩৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫২৯ শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫০৪ শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

পৌরসভা ও গ্রামের ৮২২টি সেন্টারে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া কর্মসূচী সফল করতে জেলার ৪টি উপজেলায় ৬টি মোবাইল সেন্টার থাকবে। এজন্য ১ হাজার ৬৪৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করবেন।

সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কো-অর্ডিনেটর নিউট্রেসান ইন্টারন্যশনাল ইব্রাহিম খলিল, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফেরদৌসী বেগম ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer