Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

জাপানে তৈরী হচ্ছে সবচেয়ে উঁচু কাঠের ভবন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাপানে তৈরী হচ্ছে সবচেয়ে উঁচু কাঠের ভবন

ফাইল ছবি

ঢাকা : পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠের ভবন নির্মাণ করতে যাচ্ছে জাপানের একটি কোম্পানি। দেশটির সুমিতোমো ফরেস্ট্রি নামে একটি কোম্পানি রাজধানীর টোকিওতে ৩৫০ মিটার উঁচু ৭০তলা ভবনটি নির্মাণের প্রস্তাব দিয়েছে।

ডব্লিউ৩৫০ প্রকল্প নামে তাদের এই ভবন নির্মাণে ১০ শতাংশ স্টিল ও এক লাখ ৮০ হাজার ঘন ফুট দেশীয় কাঠ ব্যবহার করার কথা বলা হয়েছে। এ কাঠ দিয়ে প্রায় ১৮ হাজার বাড়ি নির্মাণ করা সম্ভব হবে।

ভবনের প্রতিটি তলা গাছ ও পাতা দিয়ে সাজানো হবে। সবুজ প্রকৃতির ছোঁয়া আনতেই এমনটি করা হবে।

কম্পন নিয়ন্ত্রণে কাঠের ভেতরে নলের আকৃতির স্টিল ব্যবহার করা হবে। স্তম্ভগুলো হবে স্টিলের। ভূমিকম্প প্রবণতার কথা মাথায় রেখেই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

চার লাখ ৫৫ হাজার বর্গমিটার ফ্লোর পুরোটাই কাঠের হবে। আলোয় পরিপূর্ণ অ্যাপার্টমেন্টগুলোতে অফিস ও দোকানের ব্যবস্থা থাকবে।

এতে প্রায় ছয় হাজার কোটি ইয়েন খরচ পড়বে। একই আকারের প্রচলিত ভবন নির্মাণের চেয়ে এটির খরচ প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছে ওই কোম্পানি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer