Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চর মাদ্রাজে ভাঙ্গন রোধে ২১০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

আকতারুজ্জামান সুজন, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চর মাদ্রাজে ভাঙ্গন রোধে ২১০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

ছবি : বহুমাত্রিক.কম

ঢাকা : নদী ভাঙ্গন কবলিত চরফ্যাসন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়বাসীকে নদী ভাঙ্গন রোধের ২য় পর্যায়ের কাজ উদ্বোধন করেছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি।

নতুন বছরের প্রথম দিনে মাদ্রাজবাসীর প্রাণের দাবি পূরণে খুশি স্থানীয় অধিবাসীরা। এই বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে ২১০ কোটি টাকা।

উদ্বোধনী আনুষ্ঠানে চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি।

অনুষ্ঠানে তিনি বলেন, সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হিসেবে আমি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি পূরণে এই কাজের সূচনা করলাম। আশা করি এই প্রকল্প এখানকার ভাঙন কবলিত বাসিন্দাদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer