Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ছয়দিনের সফরে ভারত গেলেন সেনাপ্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ৩১ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ছয়দিনের সফরে ভারত গেলেন সেনাপ্রধান

ঢাকা : ছয়দিনের সফরে মঙ্গলবার ভারতে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভারতে সেনাপ্রধান উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ ও দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

দেওলালিতে তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব আর্টিলারি পরিদর্শন করবেন জেনারেল আজিজ। ১৯৯২-৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।

ঢাকায় অবস্থিত ভারতের দূতাবাস জানায়, সফরের পূর্বে গত ২৯ জুলাই ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদরদপ্তরে জেনারেল আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer