Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

চেংদু বিমানবন্দরে ঘন কুয়াশায় ১০ হাজার যাত্রী আটকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৮ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চেংদু বিমানবন্দরে ঘন কুয়াশায় ১০ হাজার যাত্রী আটকা

ঢাকা : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংদু বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব বা বাতিল করায় বুধবার রাত থেকে সেখানে ১০ হাজারেরও বেশী যাত্রী আটকা পড়েছে।

নগর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ১১ টার দিকে কুয়াশার ঘনত্ব এতো বেশী ছিল যে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুর নাগাদও কুয়াশা পুরোপুরি দূর হয়নি। এতে প্রায় আট ঘন্টা ধরে রানওয়ে বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার সকাল আটটা থেকে স্বল্প পরিসরে বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়।

চেংদু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, ১০২ টি ফ্লাইট বাতিল করায় সেখানে ১০ হাজারের বেশী যাত্রী আটকা পড়ে।

এছাড়া ঘন কুয়াশার কারণে বিমানবন্দর অভিমুখী অপর ৬০ টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণে বাধ্য করা বা ফ্লাইটগুলো যে বিমানবন্দর থেকে ছেড়ে আসে তাদেরকে আবারো সেই বিমানবন্দরে ফেরত পাঠানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer