Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চূড়ান্ত চিকিৎসকদের আচরণবিধি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১৫ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চূড়ান্ত চিকিৎসকদের আচরণবিধি

ঢাকা : চিকিৎসকদের জন্য একটি আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

রোববার সচিবালয়ে বিএমডিসি কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান। বিএমডিসি’র সভাপতি ডা. মো. শহীদুল্লাহ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

৯ জানুয়ারি চিকিৎসকদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) পড়ার উপযোগী ও স্পষ্ট এবং বড় অক্ষরে লেখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসির রেজিস্ট্রারকে সার্কুলার জারি করতে নির্দেশ দেয়া হয়েছে। এরমধ্যেই চিকিৎসকদের আচরণবিধি চূড়ান্ত করার কথা জানাল বিএমডিসি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমডিসির প্রতিনিধি দল মন্ত্রীকে জানিয়েছেন, চিকিৎসকদের জন্য একটি আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তা দেশের সকল চিকিৎসকদের কাছে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রীকে প্রতিনিধি দল আরও জানান, হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আদালতে যাওয়ার আগে বিএমডিসি’র কাছে যেন তা পেশ করা হয়। সংবাদপত্রে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সম্প্রতি বিভিন্ন সংক্ষুদ্ধ ব্যক্তি বিএমডিসির কাছে অভিযোগ দিয়েছে। বিএমডিসি’র শৃংখলা কমিটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলোর নিস্পত্তির ব্যবস্থা করছে।

উচ্চতর আদালতের নির্দেশ বাস্তবায়নে বিএমডিসি ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে জানিয়ে সভাপতি জানান, এ বিষয়ে দ্রুত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি জানান, চিকিৎসকরা প্রেসক্রিপশন প্যাড বা ভিজিটিং কার্ডে বিএমডিসির নিবন্ধনকৃত ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি যেন ব্যবহার করতে না পারে সে বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিতে যাচ্ছে বিএমডিসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer