Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

চীনের উত্তর ও মধ্যাঞ্চলে তাপদাহ অব্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চীনের উত্তর ও মধ্যাঞ্চলে তাপদাহ অব্যাহত

ঢাকা : চীনের জাতীয় আবওহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা চলমান উচ্চ তাপমাত্রার কারণে রোববার হলুদ সংকেত জারি করেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কোন কোন প্রদেশের তাপমাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, তাপদাহটি চীনের উত্তর ও মধ্যাঞ্চলে রোববারও অব্যাহত থাকবে।
খবর সিনহুয়া’র।

মে মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশজুড়ে তাপদাহটি চলছে এবং কোন কোন স্থানের তাপমাত্রা স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি।

পর্যবেক্ষণকারী সংস্থাটির আশঙ্কা বেইজিং, তিয়ানজিন, বেবেই, শানঝি, হেনান, শাডং, হুবেই, আনহুই, জিয়াংসু ও

জিনজিয়াংয়ে তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি হতে পারে।

সংস্থাটি আরো জানায়, বেইজিংয়ের প্রাণকেন্দ্র ও হেবেই, হেনান, শানডং এবং হুবেই প্রদেশের কোন কোন অঞ্চলে তামপাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer