Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গ্রেট ব্যারিয়ার রীফে প্রাচীন ভূমিধসের খোঁজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ২৩:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

গ্রেট ব্যারিয়ার রীফে প্রাচীন ভূমিধসের খোঁজ

ঢাকা : অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফে সমুদ্র তলদেশের গভীরে প্রায় তিন লাখ বছর আগের একটি বড় ধরনের ভূমিধসের খোঁজ পাওয়া গেছে। এই ভূমিধসের প্রভাবে বিরাট একটি সুনামিও হয়ে থাকতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। বুধবার তারা একথা জানান।

সমুদ্রতলদেশে বিশ্বের বৃহত্তম এই প্রবাল প্রাচীরের আশপাশের ত্রিমাত্রিক ছবি বিশ্লেষণ করে গবেষকরা এটা আবিষ্কার করেন। শক্তিশালী ভূমিকম্পের ফলে এই প্রাচীন ভূমিধস হয় এবং ভূমিধসের প্রভাবে ২৭ মিটার উঁচু বিরাট একটি সুনামিও হয়ে থাকতে পারে। খবর এএফপি’র।

জেমস কুক বিশ্ববিদ্যালয়ের রবিন বেয়াম্যান বলেন, যে স্থানের ছবিগুলো বিশ্লেষণ করা হয় তার ‘মধ্যখানে’ ইতোমধ্যেই আটটি সমুদ্র তদদেশের পাহাড় সনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা। তারা আশপাশের এলাকার সীমানায় এগুলোর জ্বালামুখের সন্ধান পান। তিনি ম্যারিন জিওলজি পত্রিকায় প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনের সহ-লেখক।

কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এই ভূমিধসের সন্ধান পাওয়া গেছে যার আয়তন ৩২ কিউবিক কিলোমিটার। এই আয়তন উলুরি থেকে প্রায় ৩০ গুণ বড়। উলুরু একটি বিরাট শিলাস্তম্ভ। এটা আইয়ের্স রকস হিসেবেও পরিচিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer