Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ক্যাম্পে হাতির হামলায় ১ রোহিঙ্গা নিহত

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ১১:৩৪, ১৯ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্যাম্পে হাতির হামলায় ১ রোহিঙ্গা নিহত

কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আবার হাতির হামলায় এক শরণার্থী মারা গেছেন। এ সময় হুড়োহুড়িতে পাঁচ-ছয়জন আহত হয়েছেন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঘর।

শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, শুক্রবার ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ-ছয় জন। হাতি ছয়টি ঘর বিধ্বস্ত করেছে।

লাশ এখনো ক্যাম্পের মধ্যেই আছে বলে জানান ওসি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer