Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কুমারখালীতে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০১:৫২, ২১ অক্টোবর ২০১৬

প্রিন্ট:

কুমারখালীতে ১০ টাকা কেজি চাল বিতরণ শুরু

ছবি: বহুমাত্রিক.কম

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ১৬শ হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজির চাল বিতরণের কার্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার চাপড়া ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ।
এসময় তিনি বলেন, দেশের জনগণ কোন দিন না খেয়ে থাকবেন না। দেশে কোন দরিদ্র মানুষ থাকবেন না। জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ১০টাকা কেজি চাউল দিয়েছেন, দেশকে দরিদ্র মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসময় ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলতাব হোসেনসহ ইউপি সদস্য ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer