Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় এক ব্যক্তির সাজা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১১:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় এক ব্যক্তির সাজা

ঢাকা : কম্বোডিয়ার একটি আদালত ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দিয়েছে। প্রধানমন্ত্রী হুন সেনকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।

কম্বোডিয়ার পূর্বাঞ্চলীয় প্রি বেং প্রদেশের বাসিন্দা ভেন সোফিয়ান গত সপ্তাহে তার বিচার চলাকালে ফেসবুকে হুন সেনকে হত্যার হুমকি দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, হুন সেন তিন দশকেরও বেশী সময় ধরে কম্বোডিয়া শাসন করে আসছেন।

ভেন সোফিয়ান তার ফেসবুক একাউন্টে বার বার লিখেছে ‘হুন সেন, আজ আপনার মৃত্যুর দিন’ এবং ইউওনদেরকে (ভিয়েতনামী বুঝাতে অসম্মানজনক শব্দ) হত্যা করা সকল খেমার সন্তানের দায়িত্ব। এরফলে গত অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়।

বিচারক লি সকলেং জানান, শুক্রবার নমপেনের একটি আদালত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার দায়ে এ ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দেয়।

এদিকে বিভিন্ন মানবাধিকার গ্রুপ এ রায়ে কঠোর সমালোচনা করে। তারা বলছে সরকারের বিরুদ্ধে জনগণের কণ্ঠরোধ করতেই এ ধরনের রায় দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer