Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

একগুচ্ছ অচেনা ‘পরিবর্তন’ চেনা ফেসবুকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৩ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

একগুচ্ছ অচেনা ‘পরিবর্তন’ চেনা ফেসবুকে

ফাইল ছবি

ঢাকা : দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ফেসবুকের। তবু মার্ক জুকেরবার্গ ও তাঁর কর্মীদের ভাবনাচিন্তায় বিরাম নেই। সব সময় তাঁরা ভেবে চলেছেন কী করে ফেসবুককে আরও আকর্ষণীয় করে তোলা যায় ব্যবহারকারীদের কাছে।

আর এ বার ফেসবুক নিয়ে নতুন পদক্ষেপ করতে চলেছেন মার্ক জুকেরবার্গ। বড় পরিবর্তন আসতে চলেছে নিউজ ফিডে। আসছে আরও পরিবর্তন।

বিবিসি’তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ফেসবুক চাইছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, মিডিয়া ও ব্র্যান্ডের গুরুত্ব আরও কমাতে। এর পিছনে অন্যতম উদ্দেশ্য, যেন ফেসবুক ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন ফেসবুকে এসে।

মার্ক জুকেরবার্গরা চাইছেন, যেন ব্যবহারকারীরা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে ফেসবুকে এসে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে পারেন।

জানা গিয়েছে, নিউজ ফিডে উজ্জ্বল রং রাখা হবে। ফন্টের আকারও বাড়ানো হবে। লাইক, কমেন্ট, শেয়ার অপশনেও পরিবর্তন আসছে।  

কেবল নিউজ ফিড নয়, পরিবর্তন আসছে কমেন্ট বক্সের ডিজাইনেও। পাশাপাশি লাইভ ভিডিও-ও বদলাচ্ছে। প্রতিটি ভিডিওকেই আলাদা পোস্ট হিসেবে গণ্য করা হবে জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer