Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

এএফওবি’র সদস্য হয়েছে বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এএফওবি’র সদস্য হয়েছে বাংলাদেশ

ঢাকা : বায়োটেকনোলজি খাতের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজির (এএফওবি) সদস্য হয়েছে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে ফেডারেশনের ১১তম বোর্ড মিটিংয়ে গত ৭ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশকে এএফওবি’র নতুন সদস্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বাংলাদেশের পক্ষে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন।

অলাভজনক সংস্থা হিসেবে ২০০৮ সালে চীনে এশিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজি (এএফওবি) প্রতিষ্ঠা করা হয়। এশিয়ার বিভিন্ন দেশে বায়োটেকনোলজি সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সংস্থা কাজ করে আসছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer