Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

উত্তর কোরিয়া ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে : ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর কোরিয়া ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দিয়েছে : ট্রাম্প

ঢাকা : কোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া দুইশ’ সেনার দেহাবশেষ ২০ জুন বুধবার ফেরত দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার মিনোসোটাতে এক জনসমাবেশে এমনটা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আমাদের মহান বীরদেরকে ফেরত পেয়েছি। আমরা এরইমধ্যে দুইশ’ সেনার দেহাবশেষ ফেরত পেয়েছি।

নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছিলেন, উত্তর কোরিয়া বেশ কিছু সেনার দেহাবশেষ আগামী কয়েকদিনের মধ্যে হস্তান্তর করবে। এসব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন জাতিসংঘ কমান্ডের কাছে দেয়া হবে তারপর সেখান থেকে হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer