Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

উত্তর আফ্রিকা থেকে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইতালিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২৯ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উত্তর আফ্রিকা থেকে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইতালিতে

ঢাকা : উত্তর আফ্রিকা থেকে চলতি বছর সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইতালিতে এসেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সংখ্যা এক লাখ ৭১ হাজারেরও বেশি, যা ২০১৪ সালকেও ছাড়িয়ে গেছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল এক লাখ ৭০ হাজার একশ।

জাতিসংঘ বলছে, ২০১৬ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৪ হাজার ৬৯০ জন হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে।

অভিবাসন প্রত্যাশীদের এ হার ইতালির শরণার্থী বিষয়ক ব্যবস্থাপনায় ক্রমবর্ধমান চাপ তৈরি করছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শিবিরে এক লাখ ৭৬ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলছে, অভিবাসন প্রত্যাশীর অধিকাংশ এসেছে আফ্রিকান দেশগুলো থেকে। এর মধ্যে নাইজেরিয়া থেকে ৩৬ হাজার, ইরিত্রিয়া থেকে ২০ হাজার এবং গিনি থেকে ১২ হাজার এসেছে। এদের অধিকাংশের লক্ষ্য জার্মানী ও সুইডেন যাওয়া। এদিকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় প্রতি সপ্তাহেই দুর্ঘটনা ঘটছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer