Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০

ঢাকা : ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন।

তিয়াজ প্রদেশে যাত্রীবাহী একটি গাড়িতে হামলা চালানো হয়েছিল। এতে গাড়িটির ২০ যাত্রীর সবাই নিহত হন।

ছয়টি মরদেহ শনাক্ত করা গেছে, বাকিদের শরীর এমনভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। সৌদি জোটের এক মুখপাত্র বলেন, তারা এই ঘটনার তদন্ত করবেন। এ সংক্রান্ত প্রতিবেদন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

ইরান সমর্থিত হুতি সম্প্রদায়কে হটাতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দেশটির রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবারে (২০ এপ্রিল) হুতি বিদ্রোহীরা এক নারীসহ দুইজনকে হত্যা ও চারজনকে আহত করেছে। ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ জানায়, এছাড়াও ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। দেশটি এখন দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer