Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন প্রিয়াঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০২:০২, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন প্রিয়াঙ্কা

ঢাকা : প্রিয়াঙ্কা চোপড়া যে শুধু হলিউড-বলিউড দাপিয়ে বেড়ান, তা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও তিনি সমান পারদর্শী। তাই ইউনিসেফ তাঁকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর বা বিশ্ব শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত করেছে।

এবার ইউনিসেফের একটি সম্মেলনে যোগ দিতে শুটিং থেকে লম্বা বিরতি নিয়ে নিজ দেশ ভারতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। প্রায় এক হাজার ৫০০ তরুণ-তরুণীর সামনে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কথা বলবেন প্রিয়াঙ্কা। এ নিয়ে ১১তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।

এর আগে এই সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন দালাইলামা, অমৃতা সেন, থমাস ফ্রাইডম্যান, অমিতাভ বচ্চন, ড্যান ব্রাউন, রাসকিন বন্ডের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি নিজের গ্রামের বাড়ি বেরিল্লিতে সময় কাটাবেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer