Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আমাদের সামনে দুটি ভিশন আছে : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ২৩ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আমাদের সামনে দুটি ভিশন আছে : এরশাদ

রাজশাহী : তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নয়-সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন চান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি একথা বলেন।

জাপা চেয়রম্যান বলেন, ‘অতীতের সব তত্ত্ববধায়ক সরকারের প্রধানরা জাতীয় পার্টির প্রতি অবিচার করেছেন। সবাই বেঈমানী করেছেন। জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে আমরা ভাল কাজ করেছি বলে আল্লাহ টিকিয়ে রেখেছেন।`

তিনি বলেন, `আগামী নির্বাচনে কার ভাগ্য সুপ্রসন্ন হবে তা আমরাই ঠিক করবো। এজন্য নির্বাচনে ৩০০ আসনে দলের একক প্রার্থী দেয়া হব।’

বিএনপির সম্প্রতি ঘোষণা করা ভিশনে আওয়ামী লীগের সমালোচনার বিষয়ে এরশাদ বলেন,  সাংগঠনিক শক্তি থাকলে তারা (আওয়ামীলীগ) এনিয়ে বাগযুদ্ধে লিপ্ত হতো না। আমাদের সামনে দুটি ভিশন আছে। একটি প্রাদেশিক সরকার। আরেকটি নির্বাচন পদ্ধতির পরিবর্তন।’

জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, মেজর (অব.) খালেদ আকতার প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer