ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বৃটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। বুধবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৃটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “আমরা তেহরানে অবস্থিত বৃটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছি। এখন থেকে দূতাবাসটি দূরবর্তীভাবে কার্যক্রম পরিচালনা করবে। এই পরিবর্তনের প্রতিফলন হিসেবে ফরেন অফিসের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়েছে।”