ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কো থেকে আর তেল কেনবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যে আশ্বাস দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে তা উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কোনো কথাই হয়নি।