ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনদর্শন ও মূল্যবোধকে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের দিকনির্দেশক বলে মনে করেন তার শেষযাত্রায় অংশ নিতে ভারতে আসা দিল্লির বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তাকে উদ্ধৃত করে ভারতীয় হাইকমিশন এ সংক্রান্ত একটি বার্তা প্রচার করেছে।
তাতে জয়শঙ্করের ভাষ্যটি ছিল এমন- “ঢাকা পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তার কাছে পৌঁছে দিয়েছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।”- ড. এস. জয়শঙ্কর




