Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ আষাঢ় ১৪২৯, বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২, ১:৪৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

১২ শ’ বিঘা জমিতে গড়ে উঠছে ইবিএইউ’র দৃষ্টিনন্দন ক্যাম্পাস


০৫ মে ২০১৫ মঙ্গলবার, ০৪:২৭  পিএম

বহুমাত্রিক ডেস্ক


১২ শ’ বিঘা জমিতে গড়ে উঠছে ইবিএইউ’র দৃষ্টিনন্দন ক্যাম্পাস

ঢাকা: কৃষি বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণার বিশেষায়িত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠছে দেশের উত্তরের অবহেলিত জনপদ চাপাইনবাবগঞ্জ জেলায়।

ইতোমধ্যেই শিক্ষা কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টির বিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়তে যাচ্ছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে গবেষণা-বিনোদনসহ সব ধরণের সুযোগ-সুবিধা অবারিত করতে ১২শ’ বিঘা জমি ক্রয় করা হচ্ছে।

এরই অংশ হিসেবে  মঙ্গলবার প্রথম জমি রেজিস্ট্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ আনুষ্ঠানিক ভাবে এই রেজিস্ট্রি কার্যক্রমের উদ্বোধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, এক্সিম ব্যাংক লিমিটেড-এর চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ বেলায়েত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।