২৫ মে ২০১৬ বুধবার, ১০:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক
বহুমাত্রিক.কম
ঢাকা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কবির নাতনি খিলখিল কাজী পরিবারের পক্ষ থেকে নজরুলের সমাধিতে ফুল দেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আগতরা কবির সমাধিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা কবির আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।