Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ আশ্বিন ১৪২৯, বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইদহে শিশুদের চিত্রাঙ্কন


০৬ জুন ২০১৬ সোমবার, ০১:৫৭  এএম

ঝিনাইদহ প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইদহে শিশুদের চিত্রাঙ্কন

ঝিনাইদহ : বন্যপ্রাণি ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাচায় দেশ” প্রতিবাদ্য বিষয় নিয়ে বিশ্বব্যাপি যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। ব্র্যাক ঝিনাইদহ ও জেলা প্রশাসন এর সাথে যৌথভাবে দিবসটি পালন করে। বন্যপ্রাণি নিয়ে অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে লড়াই শ্লোগানে ব্র্যাক দিবসটি পালন করেছে।

জনগণ ও শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষে বন্যপ্রাণি সুরক্ষা বিষয়ে ব্র্যাক পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন উৎসব আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে জেলা শিশু একাডেমিতে শিক্ষার্থীদের ছবি প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক মোঃ মাহবুব আলম তালুকদার ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু ইউসুফ রেজাউর রহমান,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন,জেলা তথ্য কর্মকর্তা এ এস এম কবির ও জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক জনসচেতনতা বৃদ্ধিতে ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। বন্যপ্রাণি ও পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।