Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, সোমবার ০২ অক্টোবর ২০২৩

বলিউডের বেশ কিছু জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ছবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ৪ মার্চ ২০১৫

আপডেট: ১২:০৫, ৪ মার্চ ২০১৫

প্রিন্ট:

বলিউডের বেশ কিছু জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঢাকা: বলিউডের বেশকিছু জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ছবি। 

 

 

 

২০১২-তে মুক্তি পেয়েছিল `হেট স্টোরি`। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিখিল দ্বিবেদী, গুলসান দেভাইয়া, পাওলি দাম। ছবিটির পর্যালোচনায় বলা হয়েছিল হেট স্টোরি পুরুষের বিরুদ্ধে মহিলার প্রতিশোধের কাহিনী।Hate

 

 

 

 

 

sunny-mosসানি লিওনের আসন্ন ছবি `এক পহেলী লীলা`। জন্মান্তরের কাহিনি নিয়ে এই ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে।

 

 

 

 

 

 

`দ্য রেলওয়ে আন্টি` নামের একটি ছোটগল্প থেকে `বিএ পাস` সিনেমাটি তৈরি হয়। এই ছবিতে এক তরুণ কলেজের ছাত্র প্রেমে পড়ে তাঁর থেকে বেশি বয়সের এক মহিলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শিল্পা শুক্লা।bapass

 

 

 

 

 

 

 

 

Kamasutra২০১৪-য় মুক্তিপ্রাপ্ত ছবি `কামসূত্র থ্রিডি` ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। সংস্কৃত ভাষায় লেখা বাতসায়নের কামসূত্র নিয়েই ছবিটি তৈরি করেছিলেন পরিচালক রূপেশ পাল।

 

 

 

 

 

 

 

 

 

Murder২০০৪-এ মুক্তি পেয়েছিল `মার্ডার`। ছবির মুখ্য চরিত্রে ছিলেন বলিউডের অন্যতম সেক্সি অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ও সাহসী দৃশ্যে সাবলীল অভিনেতা ইমরান হাসমী। বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই ছবি।

 

 

 

 

 

 

 

 

 

`জিসম্-২` এর হাত ধরে বলিউডে পা রাখেন ইন্দো-কানাডিয়ান পর্ণ স্টার সানি লিওন।Jism

 

 

 

 

 

 

 

 

 

ek-choti-si-love-storyএক টিনএজারের সঙ্গে তাঁর পাশের বাড়ির একজনের প্রেম নিয়ে তৈরি হয়েছে `এক ছোটি সি লাভ স্টোরি`-র কাহিনী। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনীষা কৈরালা, আদিত্য সিল, রণবীর কপূর। এই ছবি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ছবির কলাকূশলীদের।

 

 

 

 

 

 

 

 

nashaবলিউডের অন্যতম সাহসী ছবি পুনম পান্ডে অভিনীত `নাশা`।যদিও বক্স অফিয়ে হিট হয়নি এই ছবি।

সৌজন্যে: এবিপি আনন্দ

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer