Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ ভাদ্র ১৪২৬, শুক্রবার ২৩ আগস্ট ২০১৯, ৫:০৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফালুজা আইএস দখলমুক্ত, পরবর্তী টার্গেট মসুল: প্রধানমন্ত্রী


১৮ জুন ২০১৬ শনিবার, ১০:২০  এএম

বহুমাত্রিক ডেস্ক


ফালুজা আইএস দখলমুক্ত, পরবর্তী টার্গেট মসুল: প্রধানমন্ত্রী

ঢাকা : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে সোনাবাহিনী ইরাকের আনবার প্রদেশের অন্যতম শহর ফালুজা পুনর্দখল নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি এ ঘোষণা দেন।

আন্তর্জাতিক মিডিয়াগুলোর খবরে বলা হয়, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেওয়ার কয়েক মাস আগে ২০১৪ সালে ফালুজার দখল নেয় আইএস। এরপর ধীরে ধীরে সংগঠনটি ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখলে নেয়।

শুক্রবার দেওয়া ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ফালুজা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম এবং তা করেছি। আমাদের নিরাপত্তা বাহিনী ছোট একটি অংশ বাদে শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণে আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাদবাকি অংশ নিয়ন্ত্রণে আসবে।’

আবাদি বলেন, ‘ফালুজা জাতির কাছে ফিরেছে। পরবর্তী যুদ্ধক্ষেত্র হলো মসুল।’

ফালুজা পুনর্দখল অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী শাখা ও র‍্যাপিড রেসপন্স ফোর্স ফালুজার প্রাণকেন্দ্রে সরকারি ভবনের দখল নিয়েছে।’

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

সংবাদে বিশ্ব -এর সর্বশেষ