
ছবি-বহুমাত্রিক.কম
নওগাঁ : নওগাঁয় আদিবাসী দিপু উঁরাও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ ও সিপিবি বাসদ নওগাঁ জেলা শাখা।
সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি শহরের মুক্তির মোড়ে এ মাবনবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আদিবাসী পরিষদ নওগাঁ সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু, নরেন পাহান, সুভাষ চন্দ্র, ভারত পাহান, হাকিম উরাও, সুধির পাহান, নিরঞ্জন পাহান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক নাইস পারভিন প্রমূখ।
বক্তারা বলেন, জেলার মহাদেবপুরে সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে গত বুধবার রাতে সামছুর রহমান নামে এক যুবক আদিবাসী দিপু উঁরাওয়ের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। স্ত্রীর চিৎকার শুনে সামছুর রহমানকে আটকানোর চেষ্টা করে দিপু । এতে সামছুর রহমান দিপুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
রাতেই গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিপু মারা যান।
বৃহস্পতিবার এ ঘটনায় নিহত দিপুর ভাই খগেন উঁরাও সামছুরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা দ্রুত হত্যাকারী সামছুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বহুমাত্রিক.কম