Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

চাকমা রাজমাতা আরতি রায় আর নেই

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ২৫ এপ্রিল ২০১৬

আপডেট: ১৩:০৯, ২৫ এপ্রিল ২০১৬

প্রিন্ট:

চাকমা রাজমাতা আরতি রায় আর নেই

রাঙ্গামাটি: চাকমা রাজমাতা আরতি রায় আর নেই। সোমবার ভোর রাত ৩ টার সময় তিনি পরলোকগমন করেন । এই সময় তাকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে রাঙ্গামাটি আনা হচ্ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি লিভার জনিত জটিলতা সহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা রাজমাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

রাজমাতা আরতি রায় চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়ের মাতা এবং প্রয়াত রাজা ত্রিদীপ রায়ের স্ত্রী।

গত ১৬ এপ্রিল রাজমাতাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় হেলিকপ্টার যোগে রাঙ্গামাটি থেকে ঢাকায় প্রেরন করা হয়। তিনি সেখানে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যদের সম্মতি এবং চিকিৎসকের পরামর্শ ক্রমে তাকে রোববার রাতে ঢাকা থেকে রাঙ্গামাটি নিয়ে আসা হয় এবং পতিমধ্যেই তাঁর মৃত্যু হয়।

এ দিকে রাজমাতা আরতি রায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাঙ্গামাটি শহরে শোকের ছায়া নেমে আসে। দলে দলে লোকজন রাজমাতাকে শেষ বারের মতো এক নজর দেখা এবং শ্রদ্ধা জানানোর জন্য রাজবাড়ী এবং রাজবন বিহারে ছুটে যান।

রাজবন বিহার কতৃপক্ষ প্রয়াত রাজমাতার আত্নার সদগতি কামনা করে বিহার এলাকায় বিমেষ প্রার্থনা সভার আয়োজন করেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables