Bahumatrik :: বহুমাত্রিক
 
২২ আষাঢ় ১৪২৯, বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২, ১:১০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

`গ্রেট গ্র্যান্ড মস্তি`তে থাকছে আরও অশ্লীলতা


১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৩:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


`গ্রেট গ্র্যান্ড মস্তি`তে থাকছে আরও অশ্লীলতা

ঢাকা : মাস্তি, গ্র্যান্ড মাস্তির পর এবার গ্রেট গ্র্যান্ড মাস্তি। আরও একটা অ্যাডাল্ট কমেডি নিয়ে হাজির পরিচালক ইন্দ্র কুমার। মাস্তি সিরিজের তৃতীয় সিনেমা `গ্রেট গ্র্যান্ড মাস্তি`।

গ্র্যান্ড মাস্তি-নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। বলা হয়েছিল `গ্র্যান্ড মাস্তি`-র বেশ কিছু দৃশ্য ও সংলাপ বেশ অশ্লীল। সেন্সর বোর্ড এই সিনেমাকে কী করে ছাড়পত্র দিল তা নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার গ্র্যান্ড মাস্তিকেও আরও গ্রেট বানাতে গিয়ে আরও বেশি অশ্লীলতার আশ্রয় নেওয়া হবে এমনও শোনা যাচ্ছে।

সেটা যতদিন না ট্রেলর রিলিজ পাচ্ছে সেটা বোঝা যাবে না। তবে বৃহস্পতিবার প্রকাশিত পোস্টারই জানান দিচ্ছে অশ্লীলতায় ঠাসা থাকছে `গ্রেট গ্র্যান্ড মাস্তি`।

গ্রেট গ্র্যান্ড মাস্তি গার্ল হিসেবে থাকছেন উর্বশি রাউতেলা, সোনাল চৌহান, পূজা চোপড়া। আছেন মিষ্টি, পূজা চোপড়া, শ্রদ্ধা দাস। তিন নায়ক আফতাব, বিবেক ওবেরয়, রীতেশ দেশমুখ। সিনেমাটি মুক্তি পাবে ২২ জুলাই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আনন্দধারা -এর সর্বশেষ