
ঢাকা: জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
কবি সামাদ জানান, ইতোমধ্যেই তিনি রাজধানীর নিউমার্কেট ও শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে, কবি মুহাম্মদ সামাদকে প্রাণনাশের হুমকিতে তার জীবনের নিরাপত্তা চেয়ে বিবৃতি দিয়েছেন বিশিষ্টজনরা।
বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ জন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে মুহাম্মদ সামাদকে নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়েছে।