Bahumatrik Multidimensional news service in Bangla & English
 
৩ ভাদ্র ১৪২৫, রবিবার ১৯ আগস্ট ২০১৮, ৭:৪৩ পূর্বাহ্ণ
Globe-Uro

আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে : ফিজার


১৬ মার্চ ২০১৮ শুক্রবার, ০৩:২৪  এএম

সোহেল সানী, পার্বতীপুর প্রতিনিধি

বহুমাত্রিক.কম


আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে : ফিজার
ছবি : বহুমাত্রিক.কম

দিনাজপুর : পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, আদিবাসীদের স্বার্থ রক্ষায় তাদের জীবন মান উন্নয়নে কাজ করতে হবে। তাদের শিক্ষা ও সাংস্কৃতিককে টিকিয়ে রাখতে হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে আদিবাসী সাওতালদের ঘরে ঘরে বিদ্যুৎতের আলো জ্বলে উঠবে।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা ফুটবল মাঠে বাহা উৎসব উদ্বোধন কালে মন্ত্রী এসবকথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে দু’দিন ব্যাপী আদিবাসীদের বাহা উৎসব উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড, মো :মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব আগামীকাল শুক্রবার শেষ হবে। সাওতালরা তাদের নিজস্ব পোষাকে ঢাক ঢোল মাদুলি বাজিয়ে উৎসবে সমাবেত হয়। উপজেলার বিভিন্ন এলাকার সাওতালদের আগমনে মিলন মেলায় পরিনত হয়।

বাহা উৎসবে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুর ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ পার্বতীপুর জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) মজিবুল হক, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও তার স্ত্রী উদযাপন কমিটির আহবায়ক বাসন্তি মুরমু উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea
Intlestore

নৃ-গোষ্ঠি -এর সর্বশেষ

Hairtrade