Bahumatrik :: বহুমাত্রিক
 
৮ মাঘ ১৪২৫, মঙ্গলবার ২২ জানুয়ারি ২০১৯, ৪:৪৯ পূর্বাহ্ণ
Globe-Uro

আগৈলঝাড়া প্রেস ক্লাবে সাংবাদিক বাবু’র স্মরণসভা


১৭ জুন ২০১৬ শুক্রবার, ১১:৪৪  পিএম

আগৈলঝাড়া প্রতিনিধি

বহুমাত্রিক.কম


আগৈলঝাড়া প্রেস ক্লাবে সাংবাদিক বাবু’র স্মরণসভা
ছবি-বহুমাত্রিক.কম

বরিশাল : বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ’র আগৈলঝাড়া প্রতিনিধি ফেরদৌস মোল্লা বাবু’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার বাদ মাগরিব অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বাবুর স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক জয় রায়।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মরহুম বাবুর মেয়ে সুমাইয়া, সামিয়া, ভাই সবুজ মোল্লা, মারুফ মোল্লা প্রমুখ। পরে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
ভাগ হয়নি ক' নজরুল
Bay Leaf Premium Tea

গণমাধ্যম -এর সর্বশেষ