Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ আশ্বিন ১৪২৯, বুধবার ০৫ অক্টোবর ২০২২, ৩:১২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা বিকেলে


১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার, ১১:২২  এএম

বহুমাত্রিক ডেস্ক


আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা বিকেলে

ঢাকা : আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা বৃহস্পতিবার সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভায় জাতীয় সংসদের ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।