
ঢাকা : বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্ট রাজশ্রী এস পারালকার অর্থনৈতিক বিভিন্ন সুচকে বাংলাদেশের অব্যহত অগ্রগতির প্রশংসা করেছেন।
বুধবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে রাজশ্রী এস পারালকার সৌজন্য সাক্ষাৎ করতে এসে এই প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক সার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
এ সময়ে পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসুচি এবং দেশের সার্বিক অর্থনৈতিক সুচকের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ও এগিয়ে যাবে।
তিনি বাংলাদেশের অব্যহত অগ্রগতিতে বিশ্ব ব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ অধিকতর সহযোগিতায় এগিয়ে আসবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মুস্তফা কামাল বলেন, একবিংশ শতাব্দির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি আরও বেগবান করতে বিশ্ব ব্যাংকসহ সকল দাতা সংস্থার সহযোগিতা অপরিহার্য।