Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকা : আগামী ২ মার্চ পর্দা উঠছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০১৯ এর। এক যুগ বয়সী ‘চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে এই আয়োজন চলবে ৮ মার্চ পর্যন্ত । এবার ৫টি ভেন্যুতে প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ এই শ্লোগান নিয়ে শুরু হচ্ছে শিশু নির্মাতাদের ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী উৎসব । শিশুদের চোখে উঠে আসা সমাজ, পরিবার ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে এবার শিশুদের নির্মিত ৬৮টি চলচ্চিত্রের মধ্যে প্রদর্শন করা হবে ২৫টি চলচ্চিত্র। সবাইকে এ আয়োজনে আসার আমন্ত্রণ জানিয়েছে শিশুরা।

 

আগামী ২ মার্চ উদ্বোধনের দিন ছাড়াও শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়াঁস ফ্রঁসেজ, ঢাকা ও ব্রিটিশ কাউন্সিলে সকালে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer