Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ০০:৪৪, ৮ অক্টোবর ২০২১

প্রিন্ট:

১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশি পর্যটকদের টুরিস্ট ভিসা দেওয়া শুরু করছে ভারত। ভারতের একটি গণমাধ্যম বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১৫ থেকে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া শুরু হবে বলে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে যারা চার্টাড বিমানে আসবেন শুধু তাদেরই ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া হবে। টুরিস্ট ভিসা পেতে সাধারণ বিদেশি পর্যটকদের অপেক্ষা করতে হবে ১৫ নভেম্বর পর্যন্ত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় ও বিভিন্ন রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর পর বিদেশি পর্যটকদের জন্য টুরিস্ট ভিসা চালু করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer